Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, আহত ১


২০ অক্টোবর ২০১৯ ১৬:৩৯ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ১৮:৩৯

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় নিলয় কুমার বিশ্বাস নামে এক ছাত্র আহত হয়েছেন। নিলয়ের চোখে এবং নাকে আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন।

রোববার (২০ অক্টোবর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভট্টাচার্য ভবনের সিঁড়িতে এই ঘটনা ঘটে। নিলয় কুমার বিশ্বাস গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে— হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুস্ময় দাশ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ বিশ্বাস তার ওপর হামলা চালিয়েছেন।

সূত্র জানিয়েছে, সুস্ময় দাশ জগন্নাথ হল ছাত্রলীগের রাজনীতিতে জড়িত এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাশের অনুসারী।

জগন্নাথ হলের শিক্ষার্থীরা জানান, সৌরভ বিশ্বাসকে জো-বাইক নিয়ে রুমে যেতে দেখে নিলয় বাধা দেন। এ নিয়ে দু‘জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে সুস্ময় দাশ এসে নিলয়কে বেধড়ক মারধর করেন। পরে নিলয়ের বন্ধুরা প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলয়ের চোখে মারাত্মক আঘাত দেখে তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে সনজিত চন্দ্র দাশের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ‘বিষয়টি অবহিত হয়েছি। লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’

ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। প্রক্টরিয়াল টিমের মাধ্যমে আহত শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’

বিজ্ঞাপন

জো-বাইক ঢা‌বি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর