নেশাগ্রস্ত ছেলের বায়না মোবাইল, কিনে না দেওয়ায় মাকে হত্যা
২০ অক্টোবর ২০১৯ ১৬:০০ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ১৬:০১
বাগেরহাট: বাগেরহাটের বাসাবাটি এলাকায় মোবাইল কিনে না দেওয়ায় মাদকাসক্ত ছেলে তার মাকে গলা কেটে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পশ্চিম বাসাবাটি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে রাসেল মোল্লাকে (৩৫) আটক করেছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল এলাকাবাসীর বরাত দিতে জানান, বাগেরহাটের পশ্চিম বাসাবাটি এলাকার মৃত শাহজাহান মোল্লার মাদকাসেক্ত ছেলে তার মায়ের কাছে কয়েকদিন ধরে মোবাইল কিনে দেওয়ার বায়না করে। কিন্তু তার মা মোবাইল কিনে না দিয়ে তার বোনকে কিনে দেয়। এতে রাসেল মোল্লা তার মায়ের প্রতি ক্ষিপ্ত হয়। এ ঘটনার জেরে রোববার সকালে সে তার মা রাবেয়া বেগমকে (৫৫) গলা কেটে হত্যা করে।
রাবেয়ার ৪ ছেলে-মেয়ের মধ্যে রাসেল মোল্লা সবার ছোট। পুলিশ রাবেয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।