Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি প্রিজনস বজলুর রশীদ গ্রেফতার


২০ অক্টোবর ২০১৯ ১৬:০৩ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ১৬:৫১

ডিআইজি প্রিজনস বজলুর রশীদ

কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২০ অক্টোবর) দুদকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বজলুর রশীদের বিরুদ্ধে অবৈধ উপায়ে উপার্জিত টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ত্রীকে পাঠানোর অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। এর অংশ হিসেবে বজলুর রশীদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদে রুপায়ন হাউজিং এস্টেট থেকে ৩ কোটি ৯ লাখ টাকার একটি ফ্ল্যাট কেনার তথ্য পায় দুদক। তবে এ টাকার উৎস দেখাতে পারেননি তিনি। বজলুর রশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে মামলা করে এবং তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতারের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন দুদকের সচিব দিলোওয়ার বখত।

দুদক সচিব আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে ডিআইজি প্রিজনস বজলুর রশীদের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন ঢাকা সমন্বিত জেলা কাযার্লয়-১ এ মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

টপ নিউজ ডিআইজি প্রিজন বজলুর রশীদ বজলুর রশীদ গ্রেফতার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর