হাইকোর্টে নতুন ৯ বিচারপতিকে নিয়োগ
২০ অক্টোবর ২০১৯ ১২:৩৫ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ১৪:১২
ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ৯ অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বাংলাদেশ সংবিধানের ৪৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন।
আইন মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে রোববার (২০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়োগ পাওয়া নতুন ৯ বিচারপতি হলেন— জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম, জেলা ও দায়রা জজ শাহেদ নূর উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাজী এবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কে এম জহিরুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।