Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা যাবে ডিএনএ টেস্টে


২০ অক্টোবর ২০১৯ ১২:১২

ঢাকা: সৌদি আরবে ওমরাহযাত্রী বহনকারী বাসে অগ্নিকাণ্ডে নিহত ৩৬ জনের ১১ জনই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় ডিএনএ টেস্টের পর জানা যাবে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব কে এম সালাহউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে ১৩ জন বাংলাদেশি ছিলেন। যাদের দুইজন মদিনায় নেমে যান। বাকি ১১ জন মক্কার যাত্রী হিসেবে বাসটিতে ছিলেন। তাই ধারণা করা হচ্ছে, বাংলাদেশি হিসেবে ওই বাসটিতে যারা ছিলেন তারা সবাই মারা গেছেন।

বিজ্ঞাপন

রিয়াদে বাংলাদেশ ‍দূতাবাস সূত্রে জানা গেছে, মদিনার আল-মিকাত হাসপাতালে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ টেস্টের পর তাদের বিস্তারিত পরিচয় জানা যাবে।

গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে একটি গাড়ির সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসটির ধাক্কা লাগে। এতে বাসটিতে আগুন ধরে যায়।

মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে।

টপ নিউজ বাংলাদেশি সড়ক দুর্ঘটনা সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর