Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাসিনো নয়, সন্ত্রাসের অভিযোগে আটক রাজীব- র‌্যাব


২০ অক্টোবর ২০১৯ ০২:০৩ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ০২:০৬

ফাইল ছবি

ঢাকা: কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে সন্ত্রাসবাদ, দখলদারিত্ব ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ক্যাসিনোর অভিযোগে রাজীবকে গ্রেফতার করা হয়নি। তবে ক্যাসিনোর বিষয়টিও খতিয়ে দেখা হবে।

শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান শেষে র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসবাদসহ সুনির্দিষ্ট অভিযোগ আসতে থাকে কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে গত কিছু দিন ধরে তাকে খোঁজা হচ্ছিলো বলে জানান তিনি। শনিবার র‌্যাব জানতে পারে, রাজীব বসুন্ধরা আবাসিক এলাকায় আত্মগোপন করে আছে। শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বন্ধুর বাসা থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। এ সময় বন্ধু বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক বলেন, গ্রেফতারের সময় রাজীবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৭ বোতল বিদেশি মদ ও ৩৩ হাজার নগদ টাকা জব্দ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের পরিচালক বলেন, আমাদের জানামতে রাজীব ১৩ অক্টোবর থেকে বসুন্ধরায় বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন। অস্ত্রটির লাইসেন্স দেখতে চাইলে তা দেখাতে পারেননি রাজীব।

ক্যাসিনোর বিষয়ে জানতে চাইলে সারোয়ান বিন কাশেম বলেন, এখন পর্যন্ত ক্যাসিনো সম্পর্কিত কিছু জানা যায়নি। তবে তদন্ত চলছে। তাকে নিয়ে আরও অভিযান রয়েছে। সেখানে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

কাউন্সিলর রাজীব টপ নিউজ র‍্যাব সন্তাসের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর