কাউন্সিলর রাজীবের বাসায় র্যাবের অভিযান শুরু
২০ অক্টোবর ২০১৯ ০১:১৮ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ০৯:৫৩
ঢাকা: চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটকের পর মোহাম্মদপুরে তার নিজ বাসায় অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে র্যাব-২ এর সদস্যরা এ অভিযান শুরু করে। এর আগে রাত এগারোটা থেকে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটি ঘিরে রাখে র্যাব সদস্যরা।
র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, মোহাম্মদপুর শিয়া মসজিদ মোড় সংলগ্ন মোহাম্মদীয়া হাইজিং সোসাইটির রোড নম্বর- ১, বাসা ৩৩, রাজিবের বাসায় অভিযান শুরু করা হয়েছে।
চাঁদাবাজি, অবৈধভাবে জমি দখল, সাধারণ মানুষের ওপর বল প্রয়োগ, ক্ষমতা দেখানোসহ নানান অভিযোগে র্যাব-১ একটি দল বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শনিবার রাত ১০টার দিকে আটক করে। এরপর বসুন্ধরার ওই বাড়িতে অভিযান শুরু করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মোহাম্মদপুরে তার নিজ বাসাতেও অভিযানের সিদ্ধান্ত নেয় র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, ক্যাসিনোর বিরোধী অভিযানের পর দুদকের করা তালিকায় যে ৮৩ জন ক্যাসিনো গডফাদারের জড়িত থাকার নাম আসে, তার মধ্যে তারেকুজ্জামান রাজীব একজন। তিনি অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। মোহাম্মদপুরের বাড়িটি তিন বছর আগে নির্মাণ করা হয় বলে জানায় তারা।
র্যাব সদস্যারা ধারণা করছেন বাড়িটির নীচে (আন্ডারগ্রাউন্ডে) গুপ্ত কক্ষ রয়েছে যেখানে অভিযান চালানো হবে।