Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাসিনোবিরোধী অভিযানে কাউন্সিলর রাজীব আটক


১৯ অক্টোবর ২০১৯ ২৩:১৩ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ০৮:৫০

ঢাকা: চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীবকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ৪০৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেনে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম জানান, রাজীবের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজিসহ সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগে রয়েছে। এছাড়া সে ক্যাসিনো ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছে। তাই আটক করা হয়েছে। এখন তাকে নিয়ে বাসায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আটক কাউন্সিলর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর