Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যম রক্ষায় তরুণদের দায়িত্ব নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী


১৯ অক্টোবর ২০১৯ ২১:১০

ঢাকা: গণমাধ্যম শিল্পকে যদি টিকিয়ে রাখতে হলে তরুণ সাংবাদিকদের দায়িত্ব নিতে হবে বলে মত দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। তিনি বলেন, গণমাধ্যম শিল্পকে এগিয়ে নিতে হলে তরুণ সাংবাদিকদের নিজেদেরকে তৈরি করতে হবে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন নির্ভর করছে এদের উন্নয়নের উপর।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত ‘অ্যাকশন এইড মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণ সাংবাদিকদের কাঁধে অনেক বড় এবং গুরু দায়িত্ব। বস্তুনিষ্ঠ সংবাদের উপর পাঠক ও দর্শকদের আস্থা ধরে রাখতে সাংবাদিকদের সুষ্ঠু ও গঠনমূলক সাংবাদিকতার উপর জোর দিতে হবে। আর আমাদের গণমাধ্যম শিল্পকে টিকিয়ে রাখতে হলে মালিক, সাংবাদিক থেকে শুরু করে দর্শক এবং পাঠকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে অ্যাকশন এইড বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর আজগর আলী সাবরী বলেন, ‘দেশের উন্নয়নে শুধু তরুণদের সম্পৃক্ত করাই যথেষ্ট নয়। এজন্য তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে এজেন্ডা ২০৩০ বাস্তবায়ন করা সম্ভব হয়। আর এক্ষেত্রে তরুণদেরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।’

পরে ‘অ্যাকশন এইড মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান বিজয়ীদের নাম ঘোষণা করে বলেন, ‘উন্নয়নমূলক কাজে যুব সমাজের অংশগ্রহণ বাড়াতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের চিন্তা-চেতনা এবং প্রতিবেদনে তরুণদের বিষয়গুলো তুলে আনতে হবে।’

বিজ্ঞাপন

বিভিন্ন ক্যাটাগরিতে টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া থেকে এবার মোট পাঁচজন সাংবাদিককে অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- এ. এস. এম আতিম (এনটিভি), মোরশেদ হাসিব (চ্যানেল ২৪), ফাহিম রেজা শোভন (ঢাকা ট্রিবিউন), জাহিদুর রহমান (দৈনিক সমকাল) এবং ম্যাথিউস চিরান (ডেইলি স্টার)।

অ্যাকশন এইড গণমাধ্যম শিল্প তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর