Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে প্রগতিশীল গণসংগঠনের সমাবেশ থেকে সংগ্রামের ডাক


১৯ অক্টোবর ২০১৯ ১৯:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সম্মিলিতভাবে মিছিল-সমাবেশ করেছে প্রগতিশীল বিভিন্ন গণসংগঠন। বুয়েটের ছাত্র আবরার ফাহাদসহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার, ভারতের সঙ্গে করা অসম চুক্তি বাতিল এবং ক্যাসিনো-কালোটাকা-মাফিয়া-দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়ে এই কর্মসূচি পালন করে সংগঠনগুলো।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর চেরাগি মোড়ে এই সমাবেশ হয়েছে। এরপর মিছিল নিয়ে প্রগতিশীল গণসংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ঘুরে বেড়ায়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘রাষ্ট্র এবং সমাজে অস্থিরতা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সারাদেশ আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সহপাঠীর হাতে খুন, বাবার হাতে সন্তান খুন, বাবা ধর্ষণ করছে মেয়েকে, নানা ধরনের অবিশ্বাস্য ও নৃশংস ঘটনার কারণে এই রাষ্ট্র ও সমাজ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এর মধ্যে সরকারি দলের ছাত্র সংগঠনের প্রত্যক্ষ মদদে শিক্ষাঙ্গনে চলছে সন্ত্রাস – দখলদারিত্ব। বিচারহীনতার সংস্কৃতির ফলে ছাত্র হত্যার মিছিল দীর্ঘ হচ্ছে।’

বক্তারা আরও বলেন, ‘আমাদের দেশে খেলার ক্লাবগুলোর ঐতিহ্য ছিল। সেই গৌরবকে ধূলায় মিশিয়ে এখন সেখানে চলছে জুয়া ও ক্যাসিনো ব্যবসা। ক্লাবগুলো ক্রীড়ামোদীদের পরিবর্তে হয়ে উঠেছে মাফিয়া-মাদকাসক্তদের আড্ডাখানায়।’

প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে অসম চুক্তি করে এসেছেন, এমন অভিযোগ করে বক্তারা বলেন, ‘ফেনী নদীর পানি ভারতে নেওয়ার বৈধতা দেওয়া হয়েছে, বিনিময়ে বাংলাদেশের অর্জন শুন্য। তিস্তা নদীর পানির অসমবণ্টনের ফলে গ্রীষ্মকালে উত্তরবঙ্গে খরা আর বর্ষাকালে বন্যায় ডুবে যায় সারাদেশ। অবিলম্বে সব অসম চুক্তি বাতিল করতে হবে।’

বিজ্ঞাপন

ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মছিউদ্দৌলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- যুব ইউনিয়নের জেলা সভাপতি রিপায়ন বড়ুয়া, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি এ্যানি সেন, সিপিবি’র নারী সেলের আহ্বায়ক রেখা চৌধুরী। প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন যুব ইউনিয়নের জেলা সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির।

আবরার হত্যাকাণ্ড প্রগতিশীল ভারতের সঙ্গে চুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর