Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


১৯ অক্টোবর ২০১৯ ১৫:০৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১৫:১১

প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের সদর উপজেলায় আরিফুল ইসলাম (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফুল ইসলাম উথরাইল শৈলগাড়ী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে এবং শালকী মাদ্রাসার সহকারী শিক্ষক।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর সদর উপজেলার উথরাইল মোল্লাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে নিহত আরিফুল ইসলামের স্ত্রী বাড়ীর একটি ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে চিৎকার করেন। চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে আসেন। পরে বিষয়টি দিনাজপুর কোতোয়ালী থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানা যায়, স্বামী ও স্ত্রী গত এক মাস আগে নিজ বাড়ী থেকে মাদ্রাসার পাশে ভাড়া বাড়িটিতে উঠেন।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, স্বামী ও স্ত্রী দুজনই শিক্ষকতা করেন। এ মাসে স্বামীর বেতন হয়নি। এই বিষয় নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

ঝুলন্ত মরদেহ দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর