হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৪০
হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্লাস্টিক পাইপ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাথর বোঝাই ট্রাকের চালক বাবু মিয়া ও হেলপার রহমত আলী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি ও মরদেহগুলো উদ্ধার করেন। নিহত দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে।