বাচ্চাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন রাহুল গান্ধী
১৯ অক্টোবর ২০১৯ ০৮:৫৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ০৯:১১
কদিন পরেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচনি সমাবেশে বক্তৃতা রাখতে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফেরার পথে বাঁধে বিপত্তি। বাজে আবহাওয়ার কারণে রাহুলকে বহনকারী হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয় রেওয়ারিতে। সময় কাটাতে রাহুল সেখানেই ক্রিজে নেমে পড়েন ক্রিকেট ব্যাট হাতে। বাচ্চাদের সঙ্গে তার ক্রিকেট খেলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।
রাহুলকে বাচ্চাদের সঙ্গে হাসিখুশি ও মজা করতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, বাচ্চারা বল করছে আর রাহুল কাভার ড্রাইভ খেলার চেষ্টা করছেন। পাশে দাঁড়িয়ে থাকা ক্ষুদে ক্রিকেটাররা রাহুলকে উৎসাহ দিচ্ছে।
পরে অবশ্য রাহুল গান্ধী দিল্লিতে ফিরেছিলেন সড়কপথে। তার হেলিকপ্টারের পাইলট জানান, আবহাওয়া প্রতিকূল। তাই বিমানযাত্রা শুরু করা ঝুঁকিপূর্ণ।
এদিকে মহেন্দ্রগড়ের নির্বাচনি সমাবেশে রাহুল কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদির। মোদি অর্থনীতি ভালো বুঝেন না বলে মন্তব্য করেন রাহুল। এছাড়া রাষ্ট্র পরিচালিত সংস্থাগুলির বেসরকারিকরণ নিয়েও প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তিনি।