আফগানিস্তানে জুমা’র নামাজে বোমা হামলা, নিহত ৬২
১৮ অক্টোবর ২০১৯ ২১:৩২
আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৬ জন। জুমা’র নামাজ আদায়কালে মুসল্লিদের ওপর এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির মুখপাত্র।
শুক্রবার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
কোনো সংগঠন এখনো এই হামলার দায় স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলায় মসজিদের ছাদ উড়ে গেছে।
মসজিদটিতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানে সহিংসতা কল্পনার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে। জুলাই ও সেপ্টম্বরে হামলায় দেশটিতে অন্তত ১১৭৪ জনের মৃত্যু হয়েছে।