বাংলাদেশে নিষিদ্ধ হলো পাবজি গেম
১৮ অক্টোবর ২০১৯ ২০:৫৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ০১:৩৭
অনলাইনভিত্তিক জনপ্রিয় প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস বা পাবজি গেমটি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তরুণ-তরুণীরা গেমটির প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং গেমটিতে সহিংস হওয়ার উপকরণ রয়েছে এমন অভিযোগে বাংলাদেশে গেমটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে গেমটি বাংলাদেশে খেলা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম।
তিনি জানান, গেমটি খেলতে গিয়ে তরুণ-তরুণী কিংবা কিশোর-কিশোরীরা সহিংস এবং আসক্তিতে পরিণত হচ্ছে বলে অভিযোগ থাকায় বাংলাদেশে এটি খেলা বন্ধ করা হয়েছে।
নাজমুল ইসলাম আরও বলেন, আমরা সরকারিভাবে শুধুমাত্র সাধারণ নাগরিকদের জন্য, নাগরিকদের মতামতের ভিত্তিতেই পাবজি গেইম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
গেমটির নেতিবাচক সাইকোসোশ্যাল প্রযুক্তির প্রভাবের কারণে গেমটি নিষিদ্ধ করা হয়। তবে এতে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই বলেও জানান এই পুলিশ অফিসার।
পাবজির পাশাপাশি ইতোমধ্যে কল অব ডিউটি, রেডিট, পাবজি লাইট গেমটিও বন্ধ করা হয়েছে জানিয়েছেন তিনি।