Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ২টি টমটমবোঝাই গাছ জব্দ


১৮ অক্টোবর ২০১৯ ১৯:২৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১৯:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) থেকে গাছবোঝাই দু’টি টমটম জব্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকা থেকে গড়ি দু’টি জব্দ করা হয়েছে। টমটমের সঙ্গে থাকা দুইজন দাবি করেছে গাছগুলো তাদের এলাকার।

বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দফতরের প্রধান বজল হক বলেন, ‘আমরা সকালে খবর পেয়ে কেন্দ্রীয় খেলার মাঠ এলাকা থেকে কাঠের গুড়ি বোঝাই দুইটি টমটম জব্দ করি। সেখানে কমপক্ষে ২৫টি গাছ ছিল। তবে ওই টমটমের সঙ্গে থাকা দুইজন বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার লোক। বাইরে থেকে তারা এটি নিয়ে এসেছে। তবে সে বিষয়ে তারা কোনো উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে সেগুলো জব্দ করা হয়।’

বিজ্ঞাপন

‘যে এলাকা থেকে নিয়ে এসেছে সে এলাকার চেয়ারম্যানের কাছ থেকে লিখিত আনতে বলা হয়েছে। যদি তারা আনতে পারে তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে,’ বলেন বজল হক।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রক্টর রেজাউল করিম বলেন, ‘গাছ হয়ত ক্যাম্পাসের না। তবে ক্যাম্পাসের ভেতর দিয়ে এভাবে কিছু নিয়ে যাওয়া যায় না। তাই তাদের প্রমাণ দিতে বলা হয়েছে।’

গাছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টমটম