Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক


১৮ অক্টোবর ২০১৯ ১৯:১৭

ঢাকা: খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৮ অক্টোবর) এক শোকবার্তায় বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিত্রশিল্পী তার চিত্রকর্মে আবহমান বাংলার স্বরূপ প্রকাশের পাশাপাশি নিরীক্ষাধর্মী শিল্পকর্মের জন্য শিল্পীমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছেন। তার কর্ম নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া কালিদাস কর্মকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আরও পড়ুন:  আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই

চিত্রশিল্পী কালিদাস কর্মকার শুক্রবার দুপুর ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিন দুপুরে কালিদাস কর্মকারকে ইস্কাটনের নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পরিবারের লোকজন তাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে প্রথিতযশা এ শিল্পীকে মৃত ঘোষণা করেন।

শিল্পী কালিদাস কর্মকারের মৃতদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

কালিদাস কর্মকার চিত্রশিল্পীর মৃত্যু টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর