হংকংয়ে কালো কাপড় রফতানি নিষিদ্ধ করেছে চীন
১৮ অক্টোবর ২০১৯ ১৩:২১
চীনের মূল ভূখন্ড থেকে হংকংয়ে কালো কাপড় রফতানি নিষিদ্ধ করেছে দেশটি। হংকংয়ে চার মাস ধরে চলমান সরকার বিরোধী আন্দোলনকে বাধাগ্রস্থ করতে চীন সরকার এরকম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
প্রসঙ্গত, বন্দি প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনে অংশগ্রহণকারীরা শুরু থেকেই কালো কাপড় (টিশার্ট, জিন্সপ্যান্ট) কালো জুতা ও কালো মুখোশ ব্যবহার করে পদযাত্রা ও অন্যান্য জমায়েতে অংশ নিয়ে আসছিল। বর্তমানে এই আন্দোলন সরকার বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নিয়েছে। চার মাস ধরে চেষ্টা করেও হংকংয়ের আঞ্চলিক কর্তৃপক্ষ এবং চীনের কেন্দ্রীয় সরকার এই আন্দোলন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
স্থানীয় গণমাধ্যম সাউথ চায়না মর্ণিং পোস্ট জানিয়েছে, সেপ্টেম্বরের ২৬ তারিখে চীনের কাস্টমস দফতর থেকে কুরিয়ার সার্ভিসগুলোর কাছে এক নির্দেশনা পাঠানো হয়েছে যেখানে এই কালো কাপড় রফতানির ব্যাপারে নিষেধাজ্ঞার উল্লেখ রয়েছে। এছাড়াও একটি লম্বা তালিকায় রফতানি নিষিদ্ধ পণ্যসমূহের ব্যাপারে জানানো হয়েছে।
রফতানি নিষিদ্ধ হয়েছে হেলমেট, ছাতা, ওয়াকিটকি, ড্রোন, চশমা, মেটাল চেইন, লাইফ জ্যাকেট, টর্চ লাইট। আগেও জুলাই মাসে এরকম একটি তালিকা তাদের কাছে পাঠানো হয়েছিল।
এদিকে, কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে গ্রাহকদের অনুরোধ করা হয়েছে যেন যে কোনো অর্ডারের ক্ষেত্রে তারা তাদের আসল নাম ও পরিচয় ব্যবহার করেন। ভবিষ্যতে কোনো ব্যাপার নিয়ে অধিকতর তদন্তের স্বার্থেই এরকম ব্যবস্থা বলে জানানো হয়েছে।
অনলাইনে কেনাকাটার জনপ্রিয় প্লাটফর্ম শপিফাই জানিয়েছে, চীন থেকে হংকংয়ে কালো কাপড় রফতানি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হয়েছে। তাই গ্রাহকরা যেন এ ধরনের কোনো অর্ডার না করেন।
চীনের এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগেরমাধ্যম গুলোতে হাস্যরস করা শুরু হয়ে গেছে।
তবে, বিশ্লেষকরা বলছেন, হংকংয়ের চলমান আন্দোলনকে বাধাগ্রস্থ করার জন্য যে এই উদ্যোগ নেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর আগেও, হংকংয়ের ক্যাথে এয়ারলাইনস থেকে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে কয়েকজন কর্মীকে ছাটাই করা হয়েছিল।
কালো কাপড় চীন টপ নিউজ নিষিদ্ধ বন্দি প্রত্যর্পণ রফতানি সরকার বিরোধী আন্দোলন হংকং