আশুলিয়ায় ধর্ষণের শিকার আট বছরের শিশু
১৮ অক্টোবর ২০১৯ ১১:০৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১৩:৪৫
আশুলিয়া: ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার ভাড়া বাসায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের এক শিশু। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ধর্ষণকারী হেলাল উদ্দিন মন্ডলকে প্রধান আসামী করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে ধর্ষিতার পরিবার।
আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই শিশু তার বাবা মায়ের সাথে প্রধান আসামীর বাসায় ভাড়া থাকতো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কৌশলে ভয়ভীতি দেখিয়ে আসামী শিশুটিকে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানায়। ধর্ষণের ঘটনা জানাজানি হয়ে গেলে স্থানীয় একটি প্রভাবশালী মহল পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শিশুটির পরিবার থেকে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ৩৬। মামলা দায়েরের পর থেকে প্রধান আসামী পলাতক রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু সারাবাংলাকে ধর্ষণ ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুলিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ধর্ষণ নারী ও শিশু নির্যাতন দমন আইন পুলিশ মামলা শিশু