জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ এক ডজন মামলার আসামি ক্যাসেট নিহত
১৮ অক্টোবর ২০১৯ ০৮:৩৯
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম ক্যাসেট নামে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ জানিয়েছে, প্রায় এক ডজন মামলার আসামি ক্যাসেটকে দীর্ঘদিন থেকে খোঁজা হচ্ছিল।
শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার ভুতগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম ক্যাসেট উপজেলার পেয়ারা গ্রামের মৃত শাহাবুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, মাদক-ছিনতাই-অপহরণের অভিযোগে দায়ের হওয়া প্রায় এক ডজন মামলার পলাতক আসামি ছিলেন ক্যাসেট। রাতে আমাদের কাছে তথ্য আসে— ভুতগাড়ী গ্রামে ক্যাসেট তার দল নিয়ে অপহরণের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা গুলি ছুড়তে শুরু করে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়।
এতে ক্যাসেট গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুই পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান মুনসুর রহমান।