Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত


১৮ অক্টোবর ২০১৯ ০৮:২৩

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তিরা মাদক বিক্রেতা।

শুক্রবার (১৮ অক্টোবর) ভোররাতে নাফনদীর হোয়াইক্যং মোহনায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের শরণার্থী আবু সিদ্দিকের ছেলে নূর কামাল (১৯) এবং একই ক্যাম্পের এ ব্লকের সুলতান আহমদের ছেলে আবুল হাসিম (২৫)।

বিজ্ঞাপন

তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, নাফনদী দিয়ে নৌকায় করে কয়েকজন প্রবেশের সময় তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। তখন তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে ইয়াবা, অস্ত্র এবং দুইজনের মরদেহ পাওয়া যায়।

নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টপ নিউজ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর