Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিক ব্যাংকের টাকা আত্মসাৎকারী মোজাফফরকে আত্মসমর্পণের নির্দেশ


১৭ অক্টোবর ২০১৯ ২৩:১০

ঢাকা: বেসিক ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী আই জি নেভিগেশন লিমিটেডের পরিচালক সৈয়দ মোজাফফর হোসেনের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সৈয়দ মোজাফফর হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। মোজাফফর হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন রেদোয়ান আহমদ।

সৈয়দ মোজাফফর বারো কোটি টাকা মূল্যমানের একটি পুরনো জাহাজ বন্ধক রেখে বেসিক ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ২০১০ সালে ৭৪ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ৩শ ২০ টাকা ঋণ নেয়। যা ২০১৮ সাল পর্যন্ত সুদাসলে একশ ৪১ কোটি ৫ লাখ ৪৬ হাজার একশ ৫ টাকা হয়েছে।

এই ঋণ ফেরৎ না দেওয়ায় দুদক ২০১৮ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের ডাবলমুরিং থানায় মামলা করেন। মামলায় সৈয়দ মোজাফফর হোসেন হাইকোর্টে হাজির হয়ে ২০১৮ সালের ৪ এপ্রিল ৬ মাসের জামিন নেন। এ জামিন বাতিলের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল বিভাগে আবেদন করে।

আপিল বিভাগ সৈয়দ মোজাফফর হোসেনকে অবিলম্বে ২৫ কোটি টাকা জমা দেওয়া শর্তে জামিন বহাল রাখেন। কিন্তু সৈয়দ মোজাফফর হোসেন আজ পর্যন্ত কোনো টাকা জমা দেননি । এ অবস্থায় আদালত মোজাফফর হোসেনের জামিন বাতিল করেন ও তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আর্থিক কেলেঙ্কারি বেসিক ব্যাংক হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর