Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবুল চিশতীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা


১৭ অক্টোবর ২০১৯ ২০:৩২ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ২০:৪০

ঢাকা: ৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্য ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ আট জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অন্যান্য আসামিরা হলেন— দ্য ওয়েল টেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হক (শামীম) চিশতী, দ্য ফারমার্স ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম এম শামীম, শাবাবা অ্যাপারেলসের প্রোপ্রাইটর মো. আব্দুল ওয়াদুদ ওরফে কামরুল, এডিএম ডায়িং অ্যান্ড ওয়াশিংয়ের প্রোপ্রাইটর রাশেদ আলী, মেসার্স তনুজ করপোরেশনের প্রোপ্রাইটর মো. মেফতাহ ফেরদৌস, মেসার্স মোহাম্মদ আলী ট্রান্সের প্রোপ্রাইটর মো. গোলাম সারোয়ার ও মেসার্স ক্যানাম প্রোডাক্টসের প্রোপ্রাইটর ইসমাঈল হাওলাদার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সামছুল আলম দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে দ্য ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) গুলশান করপোরেট শাখা থেকে ফান্ডেড ও নন-ফান্ডেডসহ ৮৮ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

অর্থ আত্মসাৎ দুদক ফারমার্স ব্যাংক বাবুল চিশতী মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর