চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্টের মৃত্যু
১৭ অক্টোবর ২০১৯ ২০:০৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ২০:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের সঙ্গে ঢাকামুখী মহাসড়কে সংযোগ সৃষ্টিকারী টোল রোডে কাভার্ড ভ্যানের চাপায় নগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত একজন সার্জেন্টের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার রাণী রাসমনির ঘাটসংলগ্ন টোল রোডের স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।
মৃত ট্রাফিক সার্জেন্ট বকশী মোহাম্মদ আবদুল্লাহ (৩০) সিএমপির ট্রাফিক বিভাগের বন্দর জোনে কর্মরত ছিলেন। ২০১৫ সালে পুলিশে যোগ দেওয়া আবদুল্লাহর বাড়ি কুড়িগ্রাম জেলায়।
সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহমেদ সারাবাংলাকে বলেন, ‘টোল রোডে দায়িত্ব পালনের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় সার্জেন্ট আবদুল্লাহ। ঘটনাস্থল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান সারাবাংলাকে বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। আমরা কাভার্ড ভ্যানের চালককে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেছি।’