Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউন্সিলর সাঈদ বরখাস্ত


১৭ অক্টোবর ২০১৯ ১৯:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ২৩:১৫

ঢাকা: আলোচিত যুবলীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)’র ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে অপসারণ করা হয়।

সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘মূলত দুইটি কারণে ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদকে অপসারণ করা হয়েছে। প্রথমত, তিনি কোনো কারণ ছাড়াই সিটি করপোরেশনের ১৮টি সভার মধ্যে ১৩টি সভায় অনুপস্থিত ছিলেন। আইন অনুযায়ী কোনো কাউন্সিলর পর পর তিনটি সভায় বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে তিনি কাউন্সিলর পদে থাকতে পারেন না।’

বিজ্ঞাপন

হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী কোনো কাউন্সিলর বিদেশ গেলে মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুমোদন লাগে। কিন্তু ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এই পর্যন্ত অনেকবার বিদেশে গিয়েছেন। কিন্তু তিনি একবারও মন্ত্রণালয়ের কোন অনুমোদন নেননি। এই দুই কারণে কাউন্সিলর মমিনুল হক সাঈদকে বরখাস্ত করা হয়েছে।’

কাউন্সিলর মমিনুল হক সাঈদ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২০১৫ সালে ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। নিজের প্রভাব খাটিয়ে তিনি রাজধানীর মতিঝিলে ওয়ান্ডারার্স ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা চালু করেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিভিন্ন অভিযোগ রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৫ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ডিএসসিসিতে ১৮টি বোর্ড সভার মধ্যে ১৩টি সভায় তিনি অনুপস্থিত ছিলেন। এ ব্যাপারে গত ৭ জুলাই তাকে কারণ দর্শানো নোটিশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারণ দর্শানোর তিন মাস পর তাকে বরখাস্ত করা হলো।

বিজ্ঞাপন

কাউন্সিলর সাঈদ টপ নিউজ মমিনুল হক সাঈদ স্থানীয় সরকার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর