তিন বছর পর জাতীয় দলে আল আমিন-আরাফাত সানি
১৭ অক্টোবর ২০১৯ ১৯:৫৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ০২:৩৯
তিন বছর পর জাতীয় দলের আঙিনায় পা রাখতে যাচ্ছেন পেসার আল আমি হোসেন ও স্পিনার আরাফাত সানি। নভেম্বরে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজে টি টোয়েন্টিতে তাদের ১৩ সদস্যের দলে ডেকেছেন নির্বাচকেরা। দুজনই সব শেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপে। তাদের ফেরা নিয়ে টািইগার নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, চলতি জাতীয় ক্রিকেট লিগ ও বিগত বছরের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।
এদিকে স্কোয়াডে আরও ডাক পেয়েছেন সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে অভিষেকেই চমকে দেওয়া আমিনুল ইসলাম বিপ্লবও। আর অনুমিতভাবেই ফেরানো হয়েছে তামিম ইকবালকে। আর বাদ পড়েছেন সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
৩ নভেম্বর ভারতের অরুণ জেটলে স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিক ভারতের মুখামুখি হবে সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ৭ নভেম্বর রাজকটে। আর তৃতীয় ও শেষটি ১০ নভেম্বর নাগপুরে।
ভারত সফরে বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধি), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, সাইফ উদ্দিন, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।