সংক্রামক রোগ নিয়ন্ত্রণে এলেও বাড়ছে অসংক্রামক রোগে মৃত্যু
১৭ অক্টোবর ২০১৯ ১৯:২৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১৯:২৫
ঢাকা: বর্তমানে দেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে এলেও অসংক্রামক রোগের হার বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে অকাল মৃত্যুর সংখ্যাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে অসংক্রামক রোগে ৫ লাখ ৭২ হাজার ৬০০ জন মারা গেছেন, যা মোট মৃত্যুর ৬৭ শতাংশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীতে আইসিডিডিআরবি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। বিএসএমএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে বর্তমানে অসংক্রামক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই অসংক্রামক রোগের মধ্যে অন্যতম হচ্ছে— হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনী রোগ, শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ। ২০১৬ সালে বাংলাদেশে ৩০ শতাংশ হৃদরোগজনিত, ১২ শতাংশ ক্যান্সার, শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগে ১০ শতাংশ, ডায়াবেটিস তিন শতাংশ ও অন্যান্য অসংক্রামক রোগে ১২ শতাংশ রোগী মারা গেছেন।
এছাড়াও অসংক্রামক রোগে যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগের বয়সই ৩০ থেকে ৭০ বছরের মধ্যে। বর্তমানে বাংলাদেশে পরিবারের মোট চিকিৎসার ব্যয়ের ৭১ শতাংশ খরচ হচ্ছে অসংক্রামক রোগের পেছনে।
সম্মেলনে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার অসংক্রামক রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ৩০ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে অসংক্রামক রোগের কারণে হওয়া অকাল মৃত্যুর হার ২৫ শতাংশে কমিয়ে আনা প্রয়োজন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন— বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এসময় আইসিডিডিআর,বি’র ইনিশিয়েটিভ ফর নন কমিউনিকেবল ডিজিজের প্রধান ডাক্তার আলিয়া নাহিদ বলেন, ‘বর্তমান সময় হচ্ছে জ্ঞাননির্ভর অর্থনীতির সময়। বাংলাদেশেও এখন উদ্ভাবন, আবিষ্কার ও গবেষণার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ে যারা গবেষণার কাজ করছেন তাদের জন্য আন্তর্জাতিক মানের গবেষণার ও গবেষণালব্ধ তথ্য আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ করার কাজ করছে ক্লিনিক্যাল রিসার্চ প্ল্যাটফর্ম।’
সংবাদ সম্মেলনে বলা হয় আগামী ১৯-২১ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সাইন্টিফিক কংগ্রেস অন নন-কমিউনিকেবল ডিজিজ। তিন দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর,বি), বিএসএমএমইউ এবং ব্রিটিশ মেডিক্যাল জার্নালের উদ্যোগে গঠিত ক্লিনিকাল রিসার্চ প্ল্যাটফর্ম। ২০০ জন চিকিৎসক, গবেষক এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের নিয়ে আগামী ১৯ অক্টোবর আইসিডিডিআরবির সাসাকাওয়া অডিটোরিয়ামে একটি সাইন্টিফিক রাইটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
২০ অক্টোবর এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হক মিলনায়তনে। আর ২১ অক্টোবর কংগ্রেসের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই আয়োজনে দেশি এবং বিদেশি গবেষক, চিকিৎসক এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত চারশ’রও অধিক ব্যক্তি অংশগ্রহণ করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আইসিডিডিআরবি’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, আইসিডিডিআর,বি’র এ্যামিরেটাস অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, আইসিডিডিআরবি’র সিনিয়র ডিরেক্টর ডা. ডেনিয়েল রিডপাথ।