Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল নিলাম নভেম্বরে


১৭ অক্টোবর ২০১৯ ১৭:১৩

বিপিএল সপ্তম আসরকে সামনে রেখে আসছে মাসেই অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট বা প্লেয়ার নিলাম। আর সেজন্য ১২ নভেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

যেহেতু ৩-১০ নভেম্বর পর্যন্ত স্বাগতিক ভারতের সঙ্গে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেজন্যই প্লেয়ার নিলামের নিমিত্তে এই দিনটিকেই বেছে নেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিসিবিতে বিপিএল সভা শেষে সংবাদ মাধ্যমকে একথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন,‘আপাতত ঠিক করেছি ১২ নভেম্বরের দিকে। কারণ ১০ নভেম্বর পর্যন্ত আমাদের টি টোয়েন্টি খেলা (ভারতের বিপক্ষে)। ওটা শেষ করে ১২ তারিখ নাগাদ সম্ভাব্য একটি তারিখ আজকে ঠিক করেছি যে প্লেয়ার ড্রাফটটা হবে।’

এদিকে এবারের বিপিএলে প্লেয়াররা বিগত ৬ আসরের মত পারিশ্রমিক পাবেন না বলেও জানান বিসিবি বস। ‘পারিশ্রমিক আগের মত হবে না এটা। যেহেতু বিসিবি নিজে করছে আগের মত অত বেশি হবে না। কেমন হবে এখন বলছি না। একটু এ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। সেজন্য ফাইনালটা বলতে চাচ্ছি না। যদি পরে বেশি কম হয়।’

আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ গত বৃহস্পতিবারও বিসিবিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা বসেছিল। সভা শেষে মাহবুবুল আনাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমরা প্রতিটি দলে আন্তর্জাতিক মানের কোচ নিয়োগ দেব। যে যে কোচ হিসেবে অন্তর্ভুক্ত হতে চেয়েছেন তারা নাম পাঠিয়েছেন। পর্যায়ক্রমে ফিজিও, ট্রেনার এবং বিদেশি খেলোয়াড় তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে। লোকাল কোচ সম্পৃক্ত থাকতে পারে এবং প্রতিটি দলে একজন করে টিম ডিরেক্টর থাকবেন।’

বিজ্ঞাপন

তার এই বক্তব্যে দেশী কোচদের প্রতি কটাক্ষ ছিল স্পষ্ট। এবং তার এই বক্তব্যে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। দেশ সেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দিন তো ফেসবুকে ঝাঁঝালো স্ট্যাটাসই দিয়ে বসলেন। এমতাবস্থায় বিসিবির অবস্থান কি? সত্যিকার অর্থেই কি তাহলে কোনো দেশি কোচ এবারের আসরে প্রধান কোচের ভূমিকায় থাকবেন না?

সংবাদমাধ্যমের করা এমন প্রশ্নে পাপন জানালেন, ‘আসলে, না পারার কোনো কারণই নেই। যে দলগুলো করা হবে প্লেয়ার কাকে নিবে, কোচ কে, নিতে চায় কাকে এবং এই জিনিসগুলো যখন আমরা টিম স্পন্সর ঠিক করব, এই দলগুলোকে বোর্ডের যে পরিচালক তারাই ঠিক করবে। সো তাদের অপশন থাকবে। তাদের যদি পছন্দের কেউ থাকে নিতে পারবে। তবে স্থানীয়রা অবশ্যই পারবে। না পারার কারণ নেই। আমার ধারণা স্থানীয় কোচ থাকবে।’

বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর