আবরার হত্যা: তাবাখখারুল ফের ৩ দিনের রিমান্ডে
১৭ অক্টোবর ২০১৯ ১৭:১০
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগ নেতা (বহিষ্কৃত) খন্দকার তাবাখখারুল ইসলাম ওরফে তানভীরকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন।
এর আগে গত ৮ অক্টোবর এ আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১৩ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। ১৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান তাবাখখারুলের ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
এদিন আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। উল্লেখ্য, গত রোববার (৬ অক্টোবর) রাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি রুমে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতভর আবরারকে নির্যাতন করেন। পরদিন সোমবার (৭ অক্টোবর) আবরারকে অচেতন অবস্থায় হলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। আবরারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবরার হত্যাকাণ্ডে তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর নামে চকবাজার থানায় মামলা করেন।