রূপপুরের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
১৭ অক্টোবর ২০১৯ ১৬:৩২ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১৮:০১
ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘বালিশ কাণ্ড’সহ অন্যান্য দুর্নীতির চিত্র খুঁজতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রূপপুরের দুর্নীতি অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দলের অপর দুই সদস্য হলেন দুর্নীতিবিরোধী সংস্থাটির সহকারী পরিচালক মো. আতিকুর রহমান ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।
রূপপুরের দুর্নীতি সংক্রান্ত নিউজ পড়ুন
রূপপুরে বালিশকাণ্ড: ৩৪ কর্মকর্তা জড়িত, বিভাগীয় ব্যবস্থা
রূপপুরের ‘বালিশকাণ্ড’ নিয়ে হাইকোর্টের রুল
বালিশকাণ্ডে ১৬ কর্মকর্তাকে বরখাস্ত করেছে গণপূর্ত মন্ত্রণালয়
রূপপুরে ৩৬ কোটি টাকার গরমিল, ৫০ জনের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ