Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত


১৭ অক্টোবর ২০১৯ ১১:০৭

কক্সবাজার: টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, পাঁচটি দেশীয় অস্ত্র, ৩৬ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাতে টেকনাফের হোয়াইক্যংয়ের সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়ন কান্জর পাড়ার সামশুল আলমের ছেলে জিয়াবুল হক প্রকাশ বাবুল (৩০) ও বাহারছড়া ইউনিয়নের শীলখালীর কেফায়েত উল্লাহর ছেলে আজিম উল্লাহ (৪৬)।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) নাহিদ আদনানসহ তিন পুলিশ আহত হয়েছেন।

বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নিহত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহত

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর