সড়ক দুর্ঘটনায় আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৭ অক্টোবর ২০১৯ ০৯:৪৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৪৬
ঢাকা: রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুজ্জামান আসিফ (২৪) নামে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের এক এমবিএ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, রাতে তিনজন এক মোটরসাইকেলে যাওয়ার সময় হানিফফ্লাইওভারের ওপরে র্যাব অফিসেরর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে ছিল। খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যায়। বাকি দুজনের অবস্থা গুরুতর, তারা চিকিৎসাধীন আছেন।
নিহত আসিফের বন্ধু সোহেল গুরুতর আহত হয়ে পঙ্গু হাসপাতালে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।