‘আমি সরল মানুষ, যা মনে আসে বলে ফেলি’
১৬ অক্টোবর ২০১৯ ২১:২৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ২২:০৬
চট্টগ্রাম ব্যুরো: ক্যাসিনোসহ ক্রীড়াসংশ্লিষ্ট ক্লাবে অভিযানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিতর্কে পড়া জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, ‘আমি সহজ সরল মানুষ। আমি যা মনে আসে বলে ফেলি। অন্যভাবে নেবেন না। ভুল ভ্রান্তি মানুষের থাকবে।’
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়েছে।
চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মহাসচিব হিসেবে সংবাদ সম্মেলনে এসে হুইপ সামশুল হক জানান, ১৯ অক্টোবর থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর উদ্বোধন করবেন। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এতে পাঁচটি বিদেশি দল অংশ নিচ্ছে। তিনটি দল এখানকার। দলগুলো বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে আসা শুরু করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রেডিসন ব্লু বে ভিউ হোটেলে ট্রফি উন্মোচন করা হবে।
টুর্নামেন্টে ১০ টাকা ও ৩০ টাকা টিকিটের দাম রাখা হয়েছে জানিয়ে হুইপ বলেন, ‘টুর্নামেন্ট থেকে আয় করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য দর্শক আনা। একটি জমজমাট টুর্নামেন্ট করতে চাই। আর এই টুর্নামেন্ট অনেকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন। আমি চাই চট্টগ্রামে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখানেই থাকুক।’
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘মিডিয়ার প্রচারের মাধ্যমে টুর্নামেন্ট জমজমাট করা যায়। এ নিয়ে প্রচারণা চলছে। মাঠ প্রস্তুত রয়েছে। এবারের দলগুলোও অনেক উন্নতমানের। চট্টগ্রামে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্ট হচ্ছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (১৯ অক্টোবর) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও গতবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোটর্স ক্লাবের ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। গ্রুপভিত্তিক এই টুর্নামেন্টের এ গ্রুপে রয়েছে টিসি স্পোর্টস, ভারতের মোহনবাগান, লাউসের ইয়ং এলিফেন্টস এফসি ও চট্টগ্রাম আবাহনী। বি গ্রুপে রয়েছে বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি এফসি, মালশিয়ার তেরেঙ্গানা ফুটবল ক্লাব ও ঢাকা আবাহনী।
সংবাদ সম্মেলনে মিডিয়া কমিটির আহ্বায়ক চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস।