Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জের উন্নয়নের মাইলফলক ভুলতা ফ্লাইওভার: গোলাম দস্তগীর গাজী


১৬ অক্টোবর ২০১৯ ২১:০৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) একান্ত প্রচেষ্টায় রূপগঞ্জে ৩৫৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ লেন বিশিষ্ট ভুলতা ফ্লাইওভারের ঢাকা-সিলেট মহাসড়কের অংশ বুধবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধনী অনুষ্ঠানে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে অংশ নেন।

বিজ্ঞাপন

পাটমন্ত্রী বলেন, ‘উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একের পর এক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে আওয়ামী লীগ সরকার। এসবের মধ্যে অন্যতম মেগা প্রকল্প রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার। রূপগঞ্জের উন্নয়নের মাইলফলক ভুলতা ফ্লাইওভার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনের লক্ষ্যে লিংকরোড থেকে চিটাগাংরোড পর্যন্ত মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষের যাত্রাপথ সহজ করতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে। রূপগঞ্জের ভুলতার এই ফ্লাইওভারটিও এর একটি। সারা রূপগঞ্জবাসী আজ আনন্দিত। আগে ঢাকা সিলেট রোডে প্রতিনিয়ত যানজট লেগেই থাকত। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হতো। মানুষের ভোগান্তির শেষ ছিল না। ফ্লাইওভারটি হওয়ায় এ রোডের যাত্রীদের আর ভোগান্তিতে পড়তে হবে না।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘ফ্লাইওভারটি চালু হওয়ায় রূপগঞ্জের সঙ্গে যোগাযোগ উন্নয়নের পাশাপাশি বাণিজ্যও বাড়বে। সময় কমবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে চলাচলকারী যানবাহনের।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদসহ অনেকে।

এদিকে, প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরপরই ভুলতা ফ্লাইওভার গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ভুলতা ফ্লাইওভারের ঢাকা-সিলেট মহাসড়কের অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ সময় ফ্লাইওভারের দুই প্রান্তে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফ্লাইওভার উদ্বোধনের আগে থেকে অনেক লোক গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকেন। ফ্লাইওভার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ গাড়ি নিয়ে ওঠেন। ফ্লাইওভার দেখতে আসা বিভিন্ন বয়সী মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেছেন, রূপগঞ্জবাসীর বহুদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। গাড়ি চলাচলে প্রত্যাশিত গতি আসবে বলেও মনে করেন তারা।

স্থানীয়রা জানান, রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘গাউছিয়া মার্কেট’। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের সংযোগস্থল হওয়ায় এখানে যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। ভুলতা ফ্লাইওভার নির্মাণ হওয়ার কারণে এ এলাকায় জমির দামও বেড়ে গেছে কয়েকগুণ। যানজট নিরসনে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর দাবিতে বর্তমান সরকার ২০১৫ সালের অক্টোবর মাসে ২৪০ কোটি টাকা ব্যয়ে ৪ লেন বিশিষ্ট ভুলতা ফ্লাইওভারটি নির্মাণে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ সরকারের অর্থায়নে ফ্লাইওভারটি নির্মাণের কাজ পেয়েছিল চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ২৪ ব্যুরো গ্রুপ কোং, স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও এএম বিল্ডার্স।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুলতা ফ্লাইওভারের গাজীপুর-মদনপুর সড়ক অংশের উদ্বোধন করেন।

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী ভুলতা ফ্লাইওভার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর