Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় দুই ট্রাক পলিথিন জব্দ, জরিমানা


১৬ অক্টোবর ২০১৯ ২০:৫১

আশুলিয়া: আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই ট্রাক ভর্তি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে জড়িত থাকার অপরাধে তিন ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ২৫০ বস্তা পলিথিন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় মো. মিলন হোসেনকে ১০ হাজার, মো. সাইদুলকে ২০ হাজার ও মো. তাকবিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি গুদাম ও দু’টি দোকান থেকে ২৫০ বস্তা পলিথিন জব্দ করা হয়। এর আনুমানিক ওজন ১০ টন। পলিথিনগুলো বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর ঢাকা জেলার সহকারী পরিচালক শরিফুল আলম এবং আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক।

পলিথিন জব্দ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর