Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রকে হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার


১৬ অক্টোবর ২০১৯ ১৯:০৪

ময়মনসিংহ: ময়মনসিংহে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতিশ্রুতি মডেল হাইস্কুলের ছাত্র জাহিদুল ইসলামকে (১৬) হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

জাহিদুল উপজেলার দত্তপাড়া গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। এ বছর তার এসএসসি পরীক্ষা দেওয়া কথা ছিল।

মামলার নথি থেকে জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে টেস্ট পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে জাহিদুলকে ৭ থেকে ৮ জন ঘিরে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওইদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জাহিদুলের মা নূরজাহান বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। এতে মশিউর রহমান কাঞ্চনকে প্রধান আসামি করা হয়।

আহম্মেদ কবীর হোসেন আরও বলেন, ১০-১২ দিন আগে ফুটবল খেলা নিয়ে হোসেন ও পূবদত্তপাড়ার ছেলেদের ঝগড়া হয়। সেই দ্বন্দ্বের জেরে জাহিদুলকে হত্যা করা হতে পারে।

ছুরিকাঘাতে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর