আবরার হত্যা: সাদাত ৫ দিনের রিমান্ডে
১৬ অক্টোবর ২০১৯ ১৮:০১
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি এস এম নাজমুস সাদাতকে (২০) পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়া এ আদেশ দেন।
এ সময় মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান আসামিকে সাদাতকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে এদিন আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদাত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্র কৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। এজাহারে ১৫ নম্বরে তার নাম রয়েছে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।