Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই মাসের কারাদণ্ড


১৬ অক্টোবর ২০১৯ ১৬:৪১

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় ইয়ামিন নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট এই দণ্ডাদেশ দেন। ইয়ামিন মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া গ্রামের মো. সেলিমের ছেলে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল ইয়ামিন। আজ তিনি থানায় অভিযোগ করলে পুলিশ ইয়ামিনকে আটক করে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক ইয়ামিনকে দুই মাসের কারাদণ্ড দেন।

উত্ত্যক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর