Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩


১৬ অক্টোবর ২০১৯ ১৬:১৯

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই ‘ধর্ষক’ ও কিশোরীর বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামিরা হলেন সজিব, মিন্টু ও কিশোরীর বান্ধবী বর্ষা। এদের বয়স ১৭ থেকে ২০ বছর বয়সের মধ্যে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মশিউর রহমান জানান, গত শুক্রবার রাতে কিশোরীর বান্ধবী বর্ষা তাকে পাশের একটি ফাঁকা বাসায় নিয়ে যায়। সেখানে সজীব, মিন্টুসহ কয়েকজন তাকে ধর্ষণ করে।

ওসি জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) কিশোরী বাদী হয়ে ধর্ষণের মামলা করেন। মামলা নম্বর-৩২। সেই মামলায় সজীব, মিন্টু ও বর্ষাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আরও একজন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে চেষ্টা চলছে।

কামরাঙ্গীরচর গণধর্ষণ গ্রেফতার টপ নিউজ ধর্ষণের আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর