Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে সংগীত শিল্পী পঙ্কজ দেবনাথের আত্মহত্যা


১৬ অক্টোবর ২০১৯ ১০:১৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ১৩:৪৬

বান্দরবান: বান্দরবা‌নের সংগীত শিল্পী পঙ্কজ দেবনাথ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ক‌রে‌ছেন।

বুধবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে বালাঘাটায় নিজ বাসার ছা‌দে এ ঘটনা ঘ‌টায় বলে পুলিশ জানিয়েছে।

পঙ্কজ দেবনাথ (৩২) বান্দরবান সদ‌রের বালাঘাটার মৃত হ‌রিপদ না‌থের ছে‌লে এবং এসএ টি‌ভির আইডল।

বন্ধু ও স্বজনরা জানায়, রা‌তে বাসার ছা‌দের রে‌লিংয়ের সা‌থে গলায় দ‌ড়ি বেঁধে বন্ধু‌দের জানায় পঙ্কজ। প‌রে বন্ধুরা দ্রুত তার বাসার ছা‌দে গি‌য়ে ঝুলন্ত অবস্থায় তা‌কে দেখ‌তে পায়। সেখান থে‌কে পঙ্কজকে দ্রুত উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।সে প্রেমঘ‌টিত কার‌ণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে‌ছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা স্বীকার ক‌রে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম ব‌লেন, পঙ্কজের সুরতহাল প্রতিবেদন করা হ‌য়ে‌ছে। মৃতদেহটি বর্তমানে সদর হাসপাতালে রয়েছে।

আত্মহত্যা পঙ্কজ দেবনাথ বান্দরবান সংগীত শিল্পী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর