ওয়েল্ডিং ওয়ার্কশপে বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু
১৫ অক্টোবর ২০১৯ ২২:২১
জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলায় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে জহুরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। এসময় অসুস্থ হয়ে পড়েন ওয়ার্কশপ মালিক সাদ্দাম হোসেন (৩৬)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার কুঠিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। জহুরুলের বাড়ি সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামে। তার বাবার নাম আজিজুর রহমান। সাদ্দাম হোসেনের একই উপজেলার পাথুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, ওয়েল্ডিং ওয়ার্কশপে অনেক দিনের পুরনো মুখবন্ধ একটি ড্রাম কাটা হচ্ছিল। শ্রমিকদের সঙ্গে সাদ্দাম হোসেনও কাজ করছিলেন। হঠাৎ ড্রামটির বিষ্ফোরণ হয়। এরপর বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই জহুরুল মারা যান। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা সাদ্দামকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।