Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়— প্রশ্ন আদালতের


১৫ অক্টোবর ২০১৯ ১৯:০৫

ঢাকা: সাংবাদিক এবং সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রকাশিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

তথ্য মন্ত্রণালয় সচিব, শ্রম মন্ত্রণালয় সচিব এবং ওয়েজ বোর্ডের চেয়ারম্যানকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

নবম ওয়েজ বোর্ডের নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ আগস্ট হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

গত ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ হয়। ওই গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিটকারীদের পক্ষ থেকে আজ সম্পূরক আবেদন করা হয়।

টপ নিউজ নবম ওয়েজ বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর