নবজাতকটির অভিভাবক কে?
১৫ অক্টোবর ২০১৯ ১৮:৪৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ১৯:০৬
ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা থেকে একদিন বয়সী ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নবজাতকটি ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া সালেহা মার্কেট জামে মসজিদের পাশে পড়ে ছিল।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানিয়েছেন, পুলিশ শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
কে বা কারা নবজাতকটিকে ফেলে গেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। যদি প্রকৃত অভিভাবক খুঁজে পাওয়া না যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে— বলেন মাহমুদুল ইসলাম।