Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিটি নির্বাচনে দুর্নীতিবাজ কাউন্সিলররা দলীয় মনোনয়ন পাবেন না’


১৫ অক্টোবর ২০১৯ ১৭:২৭

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে দুর্নীতিবাজ ওয়ার্ড কাউন্সিলররা আর দলীয় মনোনয়ন পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যেসব কাউন্সিলর ক্ষমতার অপব্যাবহার, টেন্ডারবাজি ও দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। এসব অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি আসছে নির্বাচনেও তারা দলীয় মনোনয়ন পাবেন না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আসছে কাউন্সিলে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করা কোনো নেতাকর্মী নতুন কমিটিতে স্থান পাবেন না। এবার উজ্জ্বল ইমেজের নেতাকর্মীদের নিয়েই নতুন কমিটি গঠন করা হবে। আর এ সিদ্ধান্ত তৃণমূল থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত বহাল থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মদ, জুয়া ব্যবসা ও টেন্ডারবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলবে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

ওবায়দুল কাদের কাউন্সিলর মনোনয়ন সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর