Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা মির্জা আব্বাসসহ ৫৬ জনের বিচার শুরু


১৫ অক্টোবর ২০১৯ ১৭:০৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ১৭:১৪

ঢাকা: পল্টন থানায় পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জাা আব্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এ চার্জ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৩০ ডিসেম্বর মামলাটি সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

বিচার শুরু হওয়া আসামিদের মধ্যে রয়েছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সফু, সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নিরবসহ অনেকে।

এসময় আসামিদের মধ্যে আদালতে কয়েকজন হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২ অক্টোবর নেত্রকোণায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালাই। এ সময় আসামিরা পার্কিং করা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় পল্টন থানার এসআই ইদ্রিস আলী মামলাটি দায়ের করেন।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখির করেন করে তদন্ত কর্মকর্তা।

বিএনপি বিচার মির্জা আব্বাস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর