Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু


১৫ অক্টোবর ২০১৯ ১৭:২০ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ১৯:০৬

ঢাকা: রাজধানীর উত্তরখানের তালতলা এলাকায় চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে মোঃ রিয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই ভাই।

মঙ্গলবার (১৫অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় রিয়াদের বড় দুই ভাই মোঃ শামীম হোসেন (২৫) ও মোঃ রিজন হোসেন (১৭)।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে চাচাতো ভাই স্বপন সহ কয়েকজন তিন ভাইকে ছুরিকাঘাত করেছে। চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা গেছে। এই ঘটনায় স্বপনও আহত হয়েছে। স্বপনের বাবার কাছে রিয়াদের বাবা ১০লক্ষ টাকা পান। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ আছে।

তাদের মামা মোঃ মোমেন হোসেন জানান, রিয়াদ আনোয়ারা মডেল টার্স্ট স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তার মেঝো ভাই রিজন হোসেন চালাবন এলাকার মাইলস্টোন কলেজের ২য় বর্ষের ছাত্র। আর শামীম তার বাবা মোঃ রাজা মিয়ার সাথে ব্যাবসা করে।

মোমেন জানান, শামীমের চাচাতো ভাই স্বপনের সাথে শামীমের কিছু বন্ধুর সাথে দ্বন্দ্ব চলছিলো। সেই বন্ধুদের সঙ্গেই শামীম চলাফেলা করে। সোমবার রাতে স্বপন ও শামীমের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে স্বপন শামীমকে ছুরিকাঘাত করে। পরে রিয়াদ ও রিজন এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে। এসময় স্বপন নিজেও ছুরিকাঘাতে আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে রিয়াদের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

 

ছুরিকাঘাত টপ নিউজ ঢামেক মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর