Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো ট্রলার মালিকের মরদেহ


১৫ অক্টোবর ২০১৯ ১৬:৫৩

বাগেরহাট: নিখোঁজের একদিন পর মনোয়ার হাওলাদার (৪৫) নামে এক ট্রলার মালিকের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পূর্ব-সুন্দরবন বিভাগের গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় ভোলা নদীর হাড়ির টিলা খালের মোহনায় মরদেহটি ভাসতে দেখা যায়।

মনোয়ারের বাড়ি বাগেরহটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামে। তার বাবার নাম মোনাফছের হাওলাদার। রোববার দিবাগত রাত ১টার দিকে তিনি নিখোঁজ হন। এসময় তিনি মোংলা থেকে কাঠ বোঝাই ট্রলার করে বাড়ি ফিরছিলেন।

বিজ্ঞাপন

মনোয়ারের স্ত্রী ময়না বেগম জানান, রাত সাড়ে ১১টায় মনোয়ারের সঙ্গে মোবাইল ফোনে তার শেষবার কথা হয়। রাত দেড়টার পরে ময়না বেগম যখন আবার ফোন করেন তখন মনোয়ার কল রিসিভ করেননি। সকালে তিনি জানতে পারেন গুলিশাখালী ফরেস্ট ক্যাম্পর কাছে মনোয়ারের ট্রলার এবং মোবাইল ফোন পড়ে রয়েছে।

গুলিশাখালী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফছার উদ্দিন বলেন, মধ্যরাতে মনোয়ারের ট্রলারটি ভাসতে ভাসতে এসে ক্যাম্পের সামনে আটকে যায়। ট্রলারে মনোয়ারের মোবাইল ফোন পাওয়া যায়। সকালে থেকে মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও বনবিভাগের সদস্যরা মনোয়ারের সন্ধানে তল্লাশি শুরু করে।

নিখোঁজ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর