মানবতাবিরোধী অপরাধে ৫ রাজাকারের মৃত্যুদণ্ড
১৫ অক্টোবর ২০১৯ ১১:৫৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ১২:১৫
ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধা সদর উপজেলার মো. রনজু মিয়াসহ ৫ রাজাকারের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এই রায় ঘোষণা করা হয়। এটি ট্রাইব্যুনালের ৪০তম রায়।
বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য বিচারপতি হলেন- বিচারপতি আমীর হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।
মামলাটি রায়ের জন্য গতকাল ১৪ অক্টোবর ট্রাইব্যুনালের কার্যতালিকায় আসে। পরে ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন।
এ মামলায় প্রথমে ছয়জন আসামি ছিলেন। পরে অভিযোগ গঠনের আগেই একজন মারা যান। পরে পাচঁ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলে। এর মধ্যে মো. রনজু মিয়া (৫৯) গ্রেফতার আছে, বাকি চারজন পলাতক। তারা হলো- আব্দুল জব্বার মন্ডল, তার ছেলে জাছিজার রহমান ওরফে খোকা (৬৪), মোন্তাজ আলী ব্যাপারি (৬৮) ও আব্দুল ওয়াহেদ মন্ডল (৬২)।
রায় ঘোষণার পরে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে। তাদের কৃত অপরাধের বিষয় বিবেচেনা করে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।’ এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও তিনি জানান।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবুল হাসান বলেন, ‘এই মামলার একজন আসামি রনজু মিয়ার বয়স ১৯৭১ সালে ছিল ১৪ বছর। বাকি আসামিদের বিরুদ্ধেও আনা অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। রাজনৈতিক রেষরেষিতে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। এ রায়ে আমরা সংক্ষুব্ধ। আশা করি উচ্চ আদালতে আপিল করলে আসামিরা খালাস পাবেন।’
উল্লেখ্য, তদন্ত শেষ করে ২০১৬ সালের ২১ ডিসেম্বর এসব আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এরপর ২০১৭ সালের ১২ মার্চ প্রসিকিউশন এ মামলার অভিযোগ দাখিল করে। প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে শুনানি শেষে গত বছরের ১৭ মে চার অভিযোগে মামলার অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।