মেক্সিকোতে পুলিশবহরে হামলা চালিয়ে ১৪ পুলিশকে হত্যা
১৫ অক্টোবর ২০১৯ ১০:১১ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ১৪:৪৫
পুলিশবহরে অতর্কিত গুলি ও বিস্ফোরণ ঘটিয়ে মেক্সিকোতে অন্তত ১৪ পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্দেহভাজন মাদক কারবারিরা। এ ঘটনায় আরও তিন পুলিশ গুরুতর আহত হয়েছেন। পশ্চিম মেক্সিকোর এল আগুযায়ে এই হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম বিবিসির খবরে মঙ্গলবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আদালতের নির্দেশ পালন করতে মেচিকোন রাজ্যে অভিযানে নামে পুলিশ। তখনই প্রভাবশালী মাদককারবারি ও গ্যাং জালিসো নুয়েভা জেনেরিকন কার্তে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় পত্রিকাগুলোতে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, পুলিশবহরটি শহর অঞ্চল দিয়ে যাচ্ছিল। তখন বেশকিছু ভারী গাড়ি ও পিকআপ ভ্যান পুলিশ অফিসারদের ঘিরে ফেলে। গুলি চালায় ও আগুন ধরিয়ে দেয়।
গত ডিসেম্বরে প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাডর ক্ষমতায় আসার পর হতে মাদক কারবারিদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন।