Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি ৮৬, ঢাকার বাইরে ২১৪ জন


১৫ অক্টোবর ২০১৯ ০০:৪২

ঢাকা: রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ভর্তি হয়েছেন ৮৬ জন আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৪জন। সবমিলিয়ে ২৪ ঘণ্টায় ঢাকা ও দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০০জন।

সোমবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, চলতি বছরের ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৯২ হাজার ১৬৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৭৭০ জন। অর্থাৎ এখন পর্যন্ত ৯৮.৫ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪২৮ জন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৭২৬ জন রোগী।

২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ২২ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ২২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।এছাড়াও বিএসএমএমইউতে ৪ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন,  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ৭৭ জন, রংপুর বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ২৮ জন, সিলেট বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরে এখন পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪২ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১৫১টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৯৩ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

ডেঙ্গু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর